যাত্রাবাড়িতে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
২ সেপ্টেম্বর ২০১৮ ১৩:১৩ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৩০
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ি সুতিখালপাড় এলাকার একটি বাসায় আনিকা আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন তার স্বজনরা।
রোববার (২সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসকরা বেলা ১২টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।
আনিকা মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার মানিকনগর গ্রামের আমির হোসেনের মেয়ে। বর্তমানে যাত্রাবাড়ি সুতিখালপাড় এলাকায় খালা শাহনাজ পারভীনের বাসায় থাকতো। সে সেন্ট্রাল উইমেন্স কলেজের একাদশ শ্রেণিতে পড়াশুনা করতো।
আনিকার খালাত ভাই রুহুল আমিন জানায়, একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আনিকার। রোববার আনিকার ডায়েরি থেকে ছেলেটার একটি চিঠি পায় তার খালা। এ নিয়ে বকাঝকা করে আনিকাকে।
রুহুল আমিন আরও জানায়, বিষয়টি আনিকার বড় ভাই রবিউল ইসলামকে জানানো হয়। রবিউল ফোনে আনিকাকে বকাঝকা করে। পরে অভিমান করে ওই দিন ভোরে বাথরুমে ঢুকে ঝর্নার সঙ্গে নিজের ওড়না দিয়ে ফাঁস দেয়। অনেক্ষণ ধরে বাথরুম থেকে না বেরুলে দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়অ যায়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমআই