নওগাঁয়ের মহাদেবপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
২ সেপ্টেম্বর ২০১৮ ১২:৪৮ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০১৮ ১২:৪৯
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার দক্ষিণ আন্ধারকোটা গ্রাম থেকে মো. আশরাফ আলী (২৭) নামে একজন যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশে একটি গাছ থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত আশরাফ আলী উপজেলার দক্ষিণ আন্ধারকোটা গ্রামের আনছার আলীর ছেলে।
আশরাফ আলীর বাবা আনছার আলী বলেন, গতকাল রাতের খাবার খেয়ে তারা স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠে তাকে আর বাড়িতে খুজে পাওয়া যায়নি। কয়েক ঘণ্টা পর এলাকার লোকজন বাড়ির পাশে একটি গাছে আশরাফের মৃতদেহটি ঝুলে থাকতে দেখে আমাদের খবর দেয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটা হত্যা না কি আত্মহত্যা তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সারাবাংলা/এমআই