Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত


৩১ ডিসেম্বর ২০১৭ ০৯:৫৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুমিল্লা

কুমিল্লা চান্দিনার ছয়ঘড়িয়ায় গোয়েন্দা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের এক সাব ইন্সপেক্টরসহ দুই কনস্টবেল আহত হয়েছে।

শনিবার রাত আড়াইটায় এ ঘটনা ঘটে। পুলিশ এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।

কুমিল্লা ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল আলম জানান, একদল ডাকাত ছয়ঘড়িয়া ব্রিজের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে কুমিল্লা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত সদস্য চান্দিনা কাশিমপুর গ্রামের সাদেকুর রহমানের ছেলে শামীম গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এসময় ডাকাতদলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

সারাবাংলা/এসআর/টিএম

ডাকাত পুলিশ বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর