Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক নদী হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন


১ সেপ্টেম্বর ২০১৮ ২১:১৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কুড়িগ্রাম: পাবনায় আনন্দ টিভির প্রতিনিধি সুবর্ণা নদীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও খুনীদের বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

এসময় বক্তারা সাংবাদিক নদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি দেশের সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান।

শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন এনটিভি কুড়িগ্রাম জেলা প্রতিনিধি অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, উত্তর ধরলা উন্নয়ন কমিটির সভাপতি সাইফুর রহমান রানা, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, মাইটিভি’র জেলা প্রতিনিধি আশরাফুল হক রুবেল, আনন্দ টিভির জেলা প্রতিনিধি আছমা ইসলাম লাভলীসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

সারাবাংলা/টিআর

কুড়িগ্রামে মানববন্ধন সাংবাদিক নদী

বিজ্ঞাপন

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর