হঠাৎ বাড়ল পুলিশের উপস্থিতি
১ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৫৩ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০১৮ ১৫:১৪
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা : রাজধানীর নয়া পল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতেই এ সতর্কতা বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার (১ সেপ্টেম্বর) দুপুর ২ টা থেকে হঠাৎ করেই রাজধানীর পল্টন এলাকার মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে নয়া পল্টন এলাকায় বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করলেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাউকে দেখা যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে পুলিশ সদস্যদের উপস্থিতি।
দুপুর ২ টার দিকে নয়া পল্টন ও পুরানা পল্টন এলাকা ঘুরে দেখা গেছে, বিজয় নগর মোড়, পল্টন টাওয়ার, নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল মোড়, পলওয়েল মার্কেটের আশপাশের এলাকা, কাকরাইল মোড় ও শান্তিনগর এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। সেইসঙ্গে চোখে পড়েছে গোয়েন্দা পুলিশের সদস্যদেরও।
এ ব্যাপারে জানতে চাইলে মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন বলেন, বিশৃঙ্খলা এড়াতেই পুলিশ মাঠে রয়েছে। সমাবেশকে ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে তা প্রতিহত করবে পুলিশ। বিকেল ৫ টার মধ্যেই সমাবেশ শেষ করে শান্তিপূর্ণভাবে চলে যেতে হবে বিএনপির নেতা-কর্মীদের। সমাবেশ এলাকায় প্রায় ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/ইউজে/এমএইচ
আরও পড়ুন : নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ