বাস দুর্ঘটনার জেরে বুলগেরিয়ার তিন মন্ত্রী বরখাস্ত!
৩১ আগস্ট ২০১৮ ২২:১৪ | আপডেট: ৩১ আগস্ট ২০১৮ ২৩:০৬
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
মর্মান্তিক বাস দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানির ঘটনায় আন্দোলনরত জনগণের দাবি মেনে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়োক বরিসভ সরকারের তিন মন্ত্রীকে বরখাস্ত করেছেন। তিনি বলেন, সড়কে বাজে নিরাপত্তা ও দুর্ঘটনার মতো বিষয়ে রাজনীতিবিদদের দায়িত্ব নিতে হবে। খবর রয়টার্স।
বরখাস্ত করা মন্ত্রীরা হলেন, যোগাযোগ মন্ত্রী ইভাল্যু মুসোকভস্কি, আঞ্চলিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী নিকোলা নানকোভ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যালেন্তিন রাদেভ। তবে বিরোধীদল পুরো মন্ত্রিসভারই পদত্যাগ চাইছে।
গত রোববার(২৬ আগস্ট) দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের সভোজ শহরের ঐ দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা জড়ো হয়। তারা দুর্ঘটনার দিন থেকে প্রতিদিন বিক্ষোভ মিছিল করতে থাকে। নাগরিকদের মতে, সরকার অচল রাস্তা পুননির্মাণে যথাযথ ব্যবস্থা নেয়নি। তাই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার দায় স্বীকার করে নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যালেন্তিন রাদেভ। তিনি বলেন, ‘আমরা দুর্ঘটনার রাজনৈতিক কারণগুলোর দায়িত্ব নিচ্ছি ও পদত্যাগ করছি।’
মন্ত্রী নিকোলা নানকোভ বলেন, ‘আমরা অবশ্যই দুর্ঘটনা এড়ানো যায় এমন কোন ব্যবস্থা নিতে পারিনি।’
এছাড়া বাস চালকে ইতোমধ্যে অভিযুক্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
উল্লেখ্য, ইউরোপীয় দেশগুলোর মধ্যে বুলগেরিয়ার সড়ক ব্যবস্থা সবচেয়ে খারাপ। গত বছর দেশটিতে ৬৭৮ জন সড়ক দুর্ঘটনায় মারা যান।
সারাবাংলা/এনএইচ