Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ড. কামালের


৩১ আগস্ট ২০১৮ ২১:২১

বক্তব্য রাখছেন ড. কামাল হোসেন

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: স্বাধীনতার স্বপ্নে অগ্রসরমান ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ‘রাজনীতি হবে ইতিবাচক, ইতিবাচকভাবেই রাজনীতি চর্চা করতে হবে। দেশের মানুষ রুগ্ন রাজনীতি বর্জন করে সুস্থ রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে।’

শুক্রবার (৩১ আগস্ট) বিকালে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে স্থায়ী কমিটির সভায় তিনি এসব কথা বলেন। সভায় আরো বক্তব্য রাখেন- মোস্তফা মোহসীন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেনসহ প্রমুখ।

ড. কামাল হোসেন বলেন, ‘আমাদের সাংবিধানিক শাসনের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। জনগণের বাক স্বাধীনতা, আইনের শাসন, কার্যকর গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠার অধিকার অর্জন করতে হবে। জনগণের জান-মালের স্বাধীনতা, বিশ্বমানের শিক্ষা ব্যাবস্থা, দুর্নীতি-সন্ত্রাস-সাম্প্রদায়িকতামুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে হবে।’

সম্প্রতি কোটা সংস্কারের আন্দোলন ও নিরাপদ সড়কের জন্য ছাত্র আন্দোলনকে অত্যন্ত যৌক্তিক অবিলম্বে ছাত্রদের যৌক্তিক দাবিসমূহ মেনে নেওয়ার জন্যও দাবি জানান তিনি।

সারাবাংলা/এএইচএইচ/এমও

গণতন্ত্র ড. কামাল হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর