Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালদিঘী মাঠ চেয়ে কার্যালয়ে সমাবেশের অনুমতি পেল বিএনপি


৩০ আগস্ট ২০১৮ ২০:১৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১ সেপ্টেম্বর বিএনপিকে লালদিঘী ময়দানের পরিবর্তে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে সমাবেশ করার অনুমতি দিয়েছে নগর পুলিশ। তবে কোনোভাবেই রাস্তায় আসা যাবে না, এমন শর্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন টেলিফোনে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে সমাবেশের অনুমতির বিষয়টি জানিয়েছেন।

জানতে চাইলে নগর পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমান সারাবাংলাকে বলেন, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় কার্যালয়ে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। কোনোভাবেই কার্যালয়ের বাইরে রাস্তায় আসা যাবে না।

তবে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর দাবি করেছেন, কোতোয়ালী থানার ওসি নাসিমন ভবনের সামনে নূর আহমদ সড়কে সমাবেশের অনুমতির কথা তাদের জানিয়েছেন।

বক্কর সারাবাংলাকে বলেন, ‘আমাদের প্রথমে দলীয় কার্যালয়ের ভেতরে সমাবেশের কথা বলা হয়েছিল। কিন্তু আমরা গত এপ্রিলে নেত্রীর (বেগম খালেদা জিয়া) মুক্তির দাবিতে নাসিমন ভবনের সামনের সড়কে শান্তিপূর্ণ সমাবেশ করার বিষয়টি তুলে ধরি। তখন ওসি সাহেব আমাদের নূর আহমদ সড়কে সমাবেশ করতে পারব বলে জানান। পুলিশের অনুমতি অনুযায়ী আমরা সেখানেই সমাবেশ করব।’

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন সারাবাংলাকে বলেন, ‘সড়কে নয়, দলীয় কার্যালয়ে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। সড়কে আসা যাবে না।’

নগরীর লালদিঘী ময়দানে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ করার অনুমতি চেয়ে গত ১৯ আগস্ট সিএমপি কমিশনার বরাবরে আবেদন করে নগর বিএনপি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম বিএনপি সমাবেশ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর