ময়লা সরিয়ে শহীদের কবর উদ্ধার করলেন ছাত্রলীগ নেতাকর্মীরা
৩০ আগস্ট ২০১৮ ১৪:৩৫ | আপডেট: ৩০ আগস্ট ২০১৮ ১৪:৩৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবির এক কোণায় চিরনিদ্রায় শায়িত আছেন শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম। সরকারের নির্দেশে কয়েকবছর আগে সংস্কার করা হয় তার কবরটি। এরপর বহু দিন পেরিয়েছে। আব্দুল হাসিমের বাঁধাই করা কবরটি হারিয়ে গেছে ময়লা আবর্জনার নিচে।
মাত্র কয়েক ঘণ্টা আগেও সেই কবরটি খুঁজে পাওয়ার কোনো জো ছিল না। সেখানে ছিল রীতিমতো ময়লার ভাগাড়।
তবে সেই ময়লা আবর্জনার নিচ থেকে কবরটিকে উদ্ধার করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের একদল নেতাকর্মী। নিজেরাই ময়লা পরিস্কার করে কবরটিকে ঢেকে দিয়েছেন ফুলে ফুলে।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে প্রায় দুই ঘণ্টা থরে কাজ চালিয়ে ময়লা অপসারনের পাশাপাশি শহীদ আব্দুল হাসিমের কবরটি ধুয়ে মুছে পরিস্কার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
পরিচ্ছন্নতার এই কাজে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর সারাবাংলাকে বলেন, সরকার শহীদ মুক্তিযোদ্ধার কবরটিকে সংরক্ষণের নির্দেশ দিয়েছিল। এজন্য রেল কতৃর্পক্ষ সিআরবির শিরিষতলায় মঞ্চ বানানোর সময় কবরটিও সংস্কার করে। এজন্য চারপাশে বেস্টনী দেওয়া হয়েছিল। কিন্তু রেলওয়ের নিজস্ব পরিচ্ছন্নতা কর্মীরা বিভিন্ন স্থান থেকে ময়লা সংগ্রহ করে কবরের আশপাশে ফেলতে শুরু করেন। ফলে গত দুই বছরে কবরটা আবর্জনার স্তূপে পরিণত হয়। বিষয়টি জানতে পেরে সকাল থেকে সেটি পরিস্কার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
নিয়মিত তদারকির মাধ্যমে শহীদের এই কবর পরিচ্ছন্ন রাখা ও সংরক্ষণের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ ও চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রতি দাবি জানান ছাত্রলীগের এই নেতা।
পরিচ্ছন্নতা কাজে নগর ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল উদ্দিন জাহেদ, সাংগঠনিক সম্পাদক মঈন শাহরিয়ার, সম্পাদকমন্ডলীর সদস্য মুনির চৌধুরী, সদস্য মাহমুদুর রশিদ বাবু, নগর ছাত্রলীগ নেতা রেজাউল করিম রিটন, সৈয়দ আনিসুর রহমান, তোফায়েল আহমেদ মামুনও অংশ নেন।
১৯৭১ সালের ১৯ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হন আব্দুল হাসিম নামে এই মুক্তিযোদ্ধা। এরপর সিআরবিতেই তাকে সমাহিত করা হয়।
সারাবাংলা/আরডি/এসএমএন