Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ কোরিয়ার স্কুলে কফি নিষিদ্ধ


৩০ আগস্ট ২০১৮ ১৪:১৩

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে দক্ষিণ কোরিয়া সেদেশের স্কুলগুলোতে কফি বিক্রি বন্ধের উদ্যোগ নিয়েছে। দেশটির খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, আগামী ১৪ সেপ্টেম্বর থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর সকল বিক্রয়কেন্দ্রে কফিজাত পণ্যের বিক্রি বন্ধ থাকবে। খবর দ্য গার্ডিয়ান।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, স্বাস্থ্যসম্মত খাবারের অভ্যাস গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে চাই।

উল্লেখ্য গত বছর দেশটি স্কুলে কোমল পানীয় বিক্রি নিষিদ্ধ করে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, বেশ কঠোর শিক্ষা পদ্ধতি ও পড়ালেখার জন্য কোরীয় শিক্ষার্থীদের অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয়। এজন্য তারা অত্যধিক কফি কিংবা কোমল পানীয় পান করে। পরিণামে  শিক্ষার্থীরা বুক ধড়ফড়ানি, অলসতা, হৃদকম্পন, নিদ্রাহীনতা, অল্পতেই বিচলিত হওয়া ইত্যাদি স্বাস্থ্য জটিলতায় ভুগছে।

তাই বাচ্চাদের অধিক ক্যালরি ও ক্যাফেইন সমৃদ্ধ খাবার গ্রহণ থেকে বিরত রাখতে দক্ষিণ কোরীয় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ নিচ্ছে। সচেতনতা বৃদ্ধিতে টিভি ও রেডিওতে বাচ্চাদের জন্য স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

জরিপে দেখা যায়, একজন কোরীয় বছরে গড়ে ১৮১ কাপ কফি পান করেন, যা এশিয়ায় সর্বোচ্চ। ২১০৬ সালের হিসেবে শুধু রাজধানী সিউলে ১৮ হাজার কফিশপ আছে। এছাড়া, দেশটির শতকরা ১৭ ভাগ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থূলতায় ভুগছে।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন
আরও পড়ুন:
কফির এত গুণ

কফি নিষিদ্ধ দক্ষিণ কোরিয়া স্বাস্থ্য সচেতনতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর