Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু


২৯ আগস্ট ২০১৮ ১৯:০৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নরসিংদী : নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের চাপায় মারা গেছেন মোটরসাইকেলের দুই আরোহী।

বুধবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের কারারচর এলাকায় বিসিক শিল্পনগরীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মনোহরদীর আলাউদ্দিনের ছেলে মেহেদী হাসান (২০) ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিড়াটি এলাকার কফিল উদ্দিনের ছেলে হাসিবুল হাসান (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করছিল। এমন সময় পেছন দিক থেকে একটি মোটর সাইকেলকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের আরোহী মেহেদী হাসান মারা যান। গুরুতর আহত অবস্থায় আরেক আরোহী হাসিবুল হাসানকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এনা পরিবহনের বাসটি আটক করেছে পুলিশ। তবে ঘটনার পরেই পালিয়ে যান চালক।

সারাবাংলা/এসএমএন

 

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর