Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএমপির তিন উপকমিশনার পদে রদবদল


২৯ আগস্ট ২০১৮ ১৬:১৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) তিন উপকমিশনার (ডিসি) পদে রদবদল হয়েছে।

বুধবার (২৯ আগস্ট) সিএমপি কমিশনার মাহবুবর রহমান এই রদবদলের আদেশ দিয়েছেন বলে সারাবাংলাকে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার (অর্থ ও প্রশাসন) মাসুদ-উল-হাসান।

সিএমপির বিশেষ শাখায় উপকমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল ওয়ারিশ খান।  তিনি এতোদিন সিএমপির অপরাধ বিভাগের উত্তর জোনের দায়িত্বে ছিলেন।

অন্যদিকে বরগুনা জেলা পুলিশ সুপারের পদ থেকে সদ্য বদলি হয়ে আসা বিজয় বসাককে উপ-কমিশনার (উত্তর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বরগুনার পুলিশ সুপার হিসেবে সম্প্রতি বদলি হয়েছেন সিএমপির উপকমিশনার (পরিবহন ও সরবরাহ) মারুফ হোসেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন সিএমপির উপকমিশনার (বিশেষ শাখা) মোখলেছুর রহমান।

সারাবাংলা/আরডি/এসএমএন

 

উপকমিশনার সিএমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর