Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উন্নয়নের অভিযাত্রায় ক্যাডেটদের যথাযথ ভূমিকা রাখতে হবে’


৩০ ডিসেম্বর ২০১৭ ১৮:৪৯ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৭ ১৮:৫০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান অর্থনৈতিক উন্নয়নের অভিযাত্রায় ক্যাডেটদের যথাযথ ভূমিকা রাখতে হবে।’

শুক্রবার দুপুরে বাংলাদেশ মেরিন একাডেমির ২২তম ব্যাচ ক্যাডেটদের গ্র্যাজুয়েশন প্যারেড ও শিক্ষা সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘ক্যাডেটদেও কর্মদক্ষতা ও নৈপুণ্যের দ্বারা বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও্র উজ্জ্বল হবে।’

এর আগে ক্যাডেটদের গ্র্যাজুয়েশন প্যারেড ও শিক্ষা সমাপনী কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন মন্ত্রী।

৫২ তম ব্যাচে নটিক্যাল শাখায় ২৬ জন ও ইঞ্জিনিয়ার শাখায় ২৪ ক্যাডেট মেরিন একাডেমিতে ২ বছর একাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ শেষ করে।  সকল বিষয়ে কৃতিত্বের জন্য ক্যাডেট ইকরামুল হোসেনকে রাষ্ট্রপতি স্বর্ণপদক দেওয়া হয়।

এ সময় বাংলাদেশ মেরিন একাডেমি কমান্ড্যান্ট সাজিদ হোসেনসহ নৌ পরিবহন মন্ত্রনালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এটি/টিএম

ক্যাডেট শাজাহান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর