Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে পাঁচ দিনে নিহত ১১


২৯ আগস্ট ২০১৮ ১৩:৫২ | আপডেট: ২৯ আগস্ট ২০১৮ ১৪:৫৩

।। শুভজিৎ পুততুন্ড ।।

কলকাতা থেকে: পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সংঘাত অব্যাহত রয়েছে। সহিংসতায় গত ২৫ আগস্ট থেকে এখনও পর্যন্ত ১১ জনের প্রাণহানি ঘটেছে।

বুধবার(২৯ আগস্ট) উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় তৃণমূল ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে খইরুল হক(৩৫) নামের এক তৃণমূল কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ হয়ে আরও পাঁচজন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া, আমডাঙার তারাবেরিয়া গ্রামে পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে মঙ্গলবার(২৮ আগস্ট) রাতে  তৃণমূল কংগ্রেস ও বিরোধী সিপিআইএম এর মধ্যে বোমাবাজি ও গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষে গতকাল মাঝরাত পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন বলে জানা যায়। নিহতদের একজন সিপিআইএম কর্মীর মোজাফ্ফর পিঁয়াদা (৩৮), বাকি দুই জন তৃণমূলের কর্মী, কুদ্দুস গাইন (৩৪) ও নাসির হালদার (২২)। সংঘর্ষে আহত হয়েছেন আরও ৩৮ জন। এদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।

অপরদিকে, দক্ষিণ দিনাজপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, কোচবিহার সহ কয়েকটি জেলায়ও পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে বিবাদমান দলগুলোর মধ্যে উত্তেজনা তৈরি হয়ছে। এসব ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জেলা প্রশাসন ও পুলিশকে কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন।

চলতি বছরের মে মাসে পশ্চিমবঙ্গে তিনস্তরের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মনোনয়ন পর্ব থেকেই শাসক ও বিরোধীরা সংঘর্ষে জড়ায়। পঞ্চায়েত নির্বাচনে শাসক দল ৩৩% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় করলে সুপ্রিম কোর্টের নির্দেশে পঞ্চায়েত বোর্ড গঠন প্রক্রিয়া এতদিন স্থগিত ছিল। কিন্তু গত শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে আবার পঞ্চায়েত বোর্ড গঠন শুরু হলে সংঘর্ষের সূত্রপাত হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

আরও পড়ুন:
‘নাগরিকত্ব তালিকার ফলে সমস্যায় পড়বে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ’

পঞ্চায়েত বোর্ড পশ্চিমবঙ্গ সহিংসতা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর