Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালে হাসিনা-মোদি বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


২৯ আগস্ট ২০১৮ ১৩:০০ | আপডেট: ২৯ আগস্ট ২০১৮ ১৩:০২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে নেপালে বৈঠক অনুষ্ঠিত হবে। বিমসটেক (বঙ্গপসাগরীয় অঞ্চলের উন্নয়নে বহুমুখী কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা বা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ৭ রাষ্ট্রের জোট) সম্মেলনের সময় এই দুই নেতা দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

বুধবার (২৯ আগস্ট) চতুর্থ বিমসটেক সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এসব কথা জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিমসটেক শীর্ষ সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার (৩০ আগস্ট) এবং পরদিন শুক্রবার (৩১ আগস্ট) নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে।

এবারের চতুর্থ বিমসটেক সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে, শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং টেকসই বঙ্গোপসাগরীয় অঞ্চল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই সম্মেলনে অংশ নিবেন।

এর আগে গত ২৮ আগস্ট (মঙ্গলবার) বিমসটেকের সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। আজ বুধবার (২৯ আগস্ট) ১৬তম বিমসটেক পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। এই দুইটি বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং সচিব মো. শহিদুল হক বর্তমানে নেপাল সফরে রয়েছেন।

আগামী শুক্রবার (৩১ আগস্ট) বিমসটেকের শীর্ষ সম্মেলনের সমাপনী দিনের বৈঠকে সহযোগিতা ও উন্নয়নের ক্ষেত্রে দুইটি গুরুত্বপূর্ণ দলিল স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই তথ্য জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার (৩০ আগস্ট) চতুর্থ বিমসটেক সম্মেলনের উদ্বোধন করবেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। শীর্ষ সম্মেলনে নেপালের প্রধানমন্ত্রীর স্বাগত বক্তব্যের পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেবেন।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘শীর্ষ সম্মেলনে বিমসটেক রাষ্ট্রের সরকার প্রধানরা আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় শেষে দিক নির্দেশনা দিবেন। বিমসটেকের আওতায় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি, দারিদ্র দূরীকরণ, বিদ্যুৎ ও জ্বালানি, জলবায়ু পরিবর্তন, সংস্কৃতিসহ একাধিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করবেন।’

আসন্ন বিমসটেক সম্মেলনে দুইটি সমাঝোতা স্মারক ও কনভেনশন স্বাক্ষর করা হবে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যার একটি হচ্ছে, কার্যকর বিদ্যুৎ বাণিজ্যের জন্য বিমসটেক রাষ্ট্রগুলোর মধ্যে গ্রিড সংযোগের বৃহৎ ফ্রেমওয়ার্ক তৈরি। অন্যটি হচ্ছে, অপরাধ বা সন্ত্রাসী কর্মকাণ্ড দমন, তদন্ত পরিচালনায় সদস্যদেশগুলোর মধ্যে মিউচ্যুয়াল লিগ্যাল এসিসটেন্স স্বাক্ষর।’

রোহিঙ্গা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বিমসটেক সম্মেলন মূলত মাল্টি-সেক্টোরাল টেকনিকেল এবং ইকনমি সহযোগিতা সংক্রান্ত ফোরাম। এই ফোরামে মিয়ানমারও রয়েছে। তবে এখানে আমরা রোহিঙ্গা নিয়ে আলোচনা করবো না। অন্য ফোরামে এই বিষয়ে আলোচনা হবে।’

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, ‘ওই ঘটনার তদন্ত চলছে। বাংলাদেশ যে কোনো দেশের কূটনীতিককে নিরাপত্তা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।’

আরও পড়ুন: ক্ষমতা ভোগের বস্তু নয়: প্রধানমন্ত্রী

সারাবাংলা/জেআইএল/এমও

হাসিনা-মোদি বৈঠক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর