Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালির নাপোলিতে বাংলাদেশির রহস্যজনক মৃত্যু


২৮ আগস্ট ২০১৮ ১৪:৪৩

।। ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে ।।

ইতালির নাপোলিতে আমির মাতুব্বর(৩৩) নামের এক বাংলাদেশির রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি নাপোলির সানজেন্নারোতে বসবাস করতেন।

জানা যায়, গত ১৩ আগস্ট নাপোলির সানজেন্নারো থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিলেও তার সন্ধান মেলেনি। এরপর ১৪ আগস্ট আমিরকে রক্তাক্ত হয়ে সানজোসেবের একটি বাগানে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তারা পুলিশকে খবর দিলে গুরুতর আহত অবস্থায় আমিরকে উদ্ধার করে সারনো হাসপাতাল ভর্তি করা হয়।

হাসপাতালে ৪ দিন লাইভ সাপোর্টে থাকার পর গত ১৮ আগস্ট আমির মাতুব্বরের মৃত্যু হয়।

আমির মাতুব্বরের মৃত্যুতে স্থানীয় বাঙ্গালী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মরহুম আমির মাতুব্বরের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার নিলখি ইউনিয়নের সরদা মাহমুদের চর গ্রামে। নাপোলিতে জামাল মাতুব্বর ও মনির মাতুব্বর নামে আমিরের ২ ভাই রয়েছে। মৃত্যুকালে আমির স্ত্রী, ২ সন্তান, পিতা-মাতা ও ৫ ভাই-বোন রেখে গেছেন। গত ২৬ আগস্ট সানজেন্নারো ঈদগা মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে ইতালির পুলিশ ঘটনার রহস্য উদঘাটন করতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

সারাবাংলা/এনএইচ

নাপোলি প্রবাসীর মৃত্যু রহস্যজনক মৃত্যু

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর