Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী


২৮ আগস্ট ২০১৮ ১৪:১২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

খাগড়াছড়ি : খাগড়াছড়ির গুইমারায় শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

মঙ্গলবার (২৮ আগস্ট) সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারার বুদ্ধংপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আল আমিন। তিনি ইবনে সিনা ন্যাচারাল হার্বাল নামের ওষুধ কোম্পানির স্থানীয় বিপনন কর্মী হিসেবে কাজ করতেন। তিনি পটুয়াখালীর দক্ষিণ দিঘাই গ্রামের কেরামত আলীর ছেলে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাস গুইমারা এলাকায় পৌঁছলে উল্টো দিক থেকে আসা মোটরসাইকেল চালক আল আমিনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আল আমিন। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি।

তিনি আরো জানান, খাগড়াছড়ি সদর হাসপাতালে আল আমিনের লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

 

শ্যামলী পরিবহন সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর