Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকে হাজির হতে একমাস সময় চেয়েছেন আমির খসরু


২৮ আগস্ট ২০১৮ ১৩:৪৫ | আপডেট: ২৮ আগস্ট ২০১৮ ১৪:০৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও বিদেশে টাকা পাচারের অভিযোগের বিষয়ে বক্তব্য জানাতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হওয়ার জন্য একমাস সময় চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২৮ আগস্ট) দুদকে হাজিরের জন্য বেঁধে দেওয়া দিনে আমির খসরু মাহমুদ চৌধুরী আইনজীবীর মাধ্যমে এই আবেদন করেছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে আমির খসরু মাহমুদ চৌধুরীর মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি। তবে আমির খসরুর একান্ত সহকারী মো. সেলিম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক কাজী শফিকুল আলম গত ১৬ আগস্ট দুর্নীতি দমন কমিশন আইনের ১৯ ধারা ও কমিশন বিধিমালার ২০ বিধিসহ ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারায় আমির খসরুকে দুদকে হাজিরের জন্য নোটিশ দেন।

এতে আমির খসরুর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো হচ্ছে— বেনামে পাঁচতারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা লেনদেনসহ মানিলন্ডারিং করে বিভিন্ন দেশে অর্থ পাচার এবং নিজ স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যের নামে শেয়ার কেনাসহ জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন।

একমাসের সময় চেয়ে করা আবেদনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ১৬ আগস্ট দুদকের পাঠানো নোটিশের বিষয়ে তিনি দেরিতে অবহিত হয়েছেন। এর মধ্যে ঈদুল আজহাসহ বিভিন্ন কারণে সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ ও পর্যালোচনামূলক প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করতে না পারায় তিনি হাজির হওয়ার জন্য একমাস সময় চেয়েছেন।

এর আগে, গত ৪ আগস্ট আমির খসরু মাহমুদ চৌধুরীর ফোনালাপের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে আমির খসরুকে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ‘মানুষজনকে নামতে’ উৎসাহ দেওয়ার বলতে শোনা যায়।

বিজ্ঞাপন

ওই দিনই চট্টগ্রামের কোতোয়ালি থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধিত ২০১৩/৫৭ (২) ধারা) এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় মামলা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পদক জাকারিয়া দস্তগীর। পরে ঢাকায়ও গত ৫ আগস্ট আরেকটি মামলা হয়।

এরপর ১৬ আগস্ট আমির খসরুকে দুদকে তলবের নোটিশ পাঠানো হয়।

চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী ১৯৯১ সালে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। চট্টগ্রামের বন্দর আসন থেকে একাধিকবার বিএনপির মনোনয়নে সংসদ সদস্য হওয়া আমির খসরু একবার বাণিজ্যমন্ত্রীরও দায়িত্ব পেয়েছিলেন।

সারাবাংলা/আরডি/টিআর

আমির খসরু আমির খসরু মাহমুদ চৌধুরী দুদক দুদকে তলব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর