Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনতা ব্যাংকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের


২৭ আগস্ট ২০১৮ ২২:৪০ | আপডেট: ২৭ আগস্ট ২০১৮ ২২:৪৪

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ভুয়া কাগজপত্র তৈরি করে ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের পটুয়াখালী নতুন বাজার শাখার প্রাক্তন ব্যবস্থাপক গোলাম আজমসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সোমবার (২৭ আগস্ট) সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

মামলার অন্য দুই আসামী হচ্ছেন—পটুয়াখালীর নতুন বাজার শাখার দ্বিতীয় কর্মকর্তা মীর জালালউদ্দীন ও একই শাখার প্রাক্তন এসইও মো. নজরুল ইসলাম। দুর্নীতির এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তা দুদকের পটুয়াখালী উপসহকারী পরিচালক মানিক লাল দাস।

দুদক সূত্র জানায়, আসামিগণ পরস্পর যোগসাজশে ভুয়া ব্যক্তিদের নামে জাল চাকরিজীবী প্রত্যয়নপত্র তৈরি করে ভুয়াভাবে ঋণ বিতরণ দেখিয়ে ২ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার টাকা আত্মসাৎ করে।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত ভুয়া ব্যক্তির নামে কাগজপত্র তৈরি করে ২৪৪টি ঋণ দেখিয়ে ওই টাকা আত্মসাৎ করেন। জনতা ব্যাংকের বিভাগীয় তদন্তে ঋণ বিতরণে গড়মিল, বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনা উদঘাটিত হওয়ায় গোলাম আজমকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্তও করা হয়।

সারাবাংলা/ইএইচটি/এমআই

জনতা ব্যাংক ভুয়া কাগজপত্র