শাওনের ডালায় বেহুলার ভাসান
২৭ আগস্ট ২০১৮ ২০:৪৬ | আপডেট: ২৭ আগস্ট ২০১৮ ২১:০৪
শাওনের ডালা… এ নামেই ডাকা হয় এই আয়োজনকে। শ্রাবণ সংক্রান্তির দিনে কৃত্যনাটকে ফুটিয়ে তোলা হয় আপামর বাংলার এক অনন্য জনপ্রিয় লোককাহিনী। বেহুলা-লখিন্দরের কাহিনী। মনসা পুজার কাহিনী। তাতে থাকে নাচ-গান, ঢাক-ঢোলকের বাদ্য, ঝলমলে পোশাক আর অপরূপ সাজ। আরও থাকে লখিন্দরের প্রাণ বাঁচাতে বেহুলার সেই কঠোর সংগ্রামের গৌরবগাঁথা। বেহুলা-মনসা আখ্যান নামেই যার পরিচয়। গত ১৭ আগস্ট হয়ে গেল সেই শাওন ডালা। টাঙ্গাইলের ভুয়াপুরে যমুনা নদীর বাঁকে বাঁকে ঘুরে তারা করেছেন সেই কৃতনাট্য- মনসার আখ্যান (বেহুলা লাচারী)।
সারাবাংলার পাঠক-দর্শকদের জন্য সে রঙিন ঝলমলে আয়োজনের নানারূপ তুলে এনেছেন স্পেশাল ফটো করেসপন্ডেন্ট আশীষ সেনগুপ্ত
সারাবাংলা/এএসজি/এমআই/পিএম/এমএম