ভোটার লিস্টের ছবিতে সানি লিওনি, পায়রা, হরিণ ও হাতি
২৭ আগস্ট ২০১৮ ১৯:০৩ | আপডেট: ২৭ আগস্ট ২০১৮ ১৯:০৬
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ভারতের উত্তর প্রদেশের বালিয়া জেলার ভোটার তালিকায় ভোটারদের ছবির বদলে সানি লিওনি, হরিণ, হাতি ও কবুতরের ছবি ছাপা হওয়ায় আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ওই ভোটার তালিকায় ৫১ বছর বয়সী এক মহিলার ছবির বদলে বলিউড অভিনেত্রী সানি লিওনির ছবি ছাপা হয়েছে। ৫৬ বছর বয়সী এক বৃদ্ধের ছবির পরিবর্তে একটি হাতির ছবি ছাপা হয়েছে। এ ছাড়াও অনেক ভোটারের ছবির স্থানে কবুতর, হরিণ ইত্যাদির ছবিও ছাপা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজ।
ভোটার তালিকার দুটি পাতা স্থানীয় গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরে বিষয়টি সবার নজরে আসে। ভোটার লিস্ট তৈরিতে যারা দ্বায়িত্বে ছিল তাদের অবহেলার কারণে এটি হয়েছে বলা প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া এই কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের কারণ দর্শাতেও বলা হয়েছে।
এ কাজের সঙ্গে জড়িত এক অপারেটর ইচ্ছাকৃতভাবে ভোটাদের ছবির পরিবর্তে বলিউড নায়িকা ও বিভিন্ন পশুপাখির ছবি ছাপিয়েছেন বলেও স্বীকার করেছে। তার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
সারাবাংলা/এমআই