Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফল্যে ধরে রেখেছে মতিঝিল আইডিয়াল


৩০ ডিসেম্বর ২০১৭ ১৫:৫৩

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা :  রাজধানীর ঐতিহ্যবাহী মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভাল ফলাফলের ধারা এবারও বজায় রয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার প্রায় শতভাগ। এ ফলাফলে শিক্ষার্থী-অভিভাবকের পাশাপাশি সন্তোষ প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার দুপুরে বিদ্যালয়টি থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার আগেই মোবাইলে ফলাফল জানতে শুরু করেন শিক্ষার্থী-অভিভাবকরা। ক্যাম্পাসে বিচ্ছিন্নভাবে চলতে থাকে শিক্ষার্থীদের আনন্দ-উল্লাস।

জেএসসিতে গোল্ডেন জিপিএ পাওয়া ফাহিম ফেরদৌস সারাবাংলাকে জানায়, পরীক্ষার সময় জ্বর হয়েছিল। তারপরও ভাল পরীক্ষা দিয়েছিলাম। সে অনুযায়ী ভালো ফলও পেয়েছি। অনেক ভালো লাগছে। আমি খুব খুশি।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহান আরা বেগম সারাবাংলাকে জানান, এবার পিইসিতে ২ হাজার ৭৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে শতভাগ পাস করেছে। জেএসসিতে ১হাজার ৮শ ৬৭ পরীক্ষার্থীর মধ্যে দুইজন ফেল করেছে। যারা সবগুলো পরীক্ষা দেয়নি। ১ হাজার ৬শ ২৬ জন জিপিএ-৫ পেয়েছে। আমরা এ ফলাফলে খুশি।

সারাবাংলা/এমএস /একে

প্রাথমিক শিক্ষা সমাপনী মতিঝিল আইডিয়াল