Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশকে আগ্রাসী ভূমিকা নিতে হবে’


২৭ আগস্ট ২০১৮ ১৩:২০ | আপডেট: ২৭ আগস্ট ২০১৮ ১৩:২১

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: যে উদ্দেশ্য নিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি হয়েছিল সেটি কিছুই না হওয়াতে হতাশ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। সোমবার (২৭ আগস্ট) মিয়ানমার থেকে রোহিঙ্গা আসার একবছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় তিনি এ হতাশার কথা জানান।

তিনি বলেন, আজ পর্যন্ত একজন লোককেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের লোকেরা এ ব্যাপারে আদৌ কোন কাজ করেছেন বা করতে পেরেছেন কিনা সে নিয়ে প্রশ্ন আছে। গত কয়েকদিন আগে সিঙ্গাপুরে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি বক্তব্য দিয়েছেন। তার সে বক্তব্য হতাশাজনক। তিনি সব দোষ বাংলাদেশের ওপর চাপিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশকে এখন অনেক আগ্রাসী ভূমিকা নিতে হবে। মিয়ানমারকে বাধ্য করতে হবে এদেরকে ফিরিয়ে নিতে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্র এগিয়ে আসেনি। এমনকি বিশ্ব নেতারাও রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ব্যর্থ হয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মানবাধিকার কমিশনের সদস্য এনামুল হক চৌধুরী ও আরেক সদস্য মেঘনা গুহ ঠাকুরতাসহ অনেকে।

সারাবাংলা/জেএ/জেএএম

জাতীয় মানবাধিকার কমিশন রোহিঙ্গা ইস্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর