Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ান-ইলেভেনের নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে : কাদের


২৭ আগস্ট ২০১৮ ১২:৪৩ | আপডেট: ২৭ আগস্ট ২০১৮ ১২:৫৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দেশি-বিদেশি উস্কানিতে একটি অপশক্তি নির্বাচন বানচাল ও দেশে অরাজকতা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২৭ আগস্ট) সেতু মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলোচনার সময় মন্ত্রী একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশে ওয়ান-ইলেভেনের নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে। একটি অপশক্তি দেশের মধ্যে বড় ধরনের হামলার পূর্ব প্রস্তুতি নিচ্ছে। যেকোনো মুহূর্তে দেশি-বিদেশি শক্তির উস্কানিতে নির্বাচন বানচাল ও অরাজকতা সৃষ্টি করতে হামলা চালানো হতে পারে।

তিনি আরও বলেন, এই হামলার ব্যাপারে আমরা সজাগ আছি। দেশবাসীও সজাগ আছে। অপশক্তিটি আজকে ছদ্মবেশে বিএনপির নেতৃত্বে মাঠে ঘাটে এবং ওৎ পেতে আছে। এই অপশক্তির ছদ্মবেশীরা হলো সুশীল সমাজের একাংশ। তারা ফটো সাংবাদিক শহিদুল আলমকে কেন্দ্র করে বিদেশীদের সাথে নিয়ে গুজব ছড়াচ্ছে।

মন্ত্রী এ সময় নাম প্রকাশ না করে বলেন, গুজব ছড়ানো নোবেল জয়ী ওই বিদেশীদের সাথে আমাদের দেশের একজন নোবেলজয়ী ও জড়িত।

সারাবাংলা/এএইচএইচ/এনএইচ

ওবায়দুল কাদের নীলনকশা বিএনপি

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর