মিয়ানমারে কারাবন্দি রয়টার্সের দুই সাংবাদিকের রায় আজ
২৭ আগস্ট ২০১৮ ০৯:৫০ | আপডেট: ২৭ আগস্ট ২০১৮ ১২:১৭
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা নিপীড়ন ও গণহত্যার তথ্য উপাত্ত সংগ্রহের সময় মিয়ানমারে আটক দুই রয়টার্স সাংবাদিক ওয়া লোন(৩২) ও কিয়াও সোয়ে ও’র(২৮) বিরুদ্ধে আনীত অভিযোগের রায় ঘোষণা করা হবে আজ। সোমবার (২৭ আগস্ট) ইয়াঙ্গুনের একটি আদালত এই রায় ঘোষণা করবে বলে রয়টার্সের বরাতে জানানো হয়।
তাদের বিরুদ্ধে আনীত রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে এই দুই সাংবাদিকদের ১৪ বছরের কারাদন্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আদালতের শুনানিতে ওই দুই সাংবাদিক বলেন, রোহিঙ্গা গণহত্যা নিয়ে তথ্য সংগ্রহের সময় তাদের ফাঁদে ফেলে পুলিশ। গ্রেপ্তার হওয়া এক পুলিশ কর্মকর্তাও আদালতে একই বক্তব্য দিয়েছেন।
গত ১২ ডিসেম্বর দুই পুলিশের সঙ্গে সাক্ষাত ও তথ্য সংগ্রহ করতে গেলে তাদের আটক করা হয়। তখন থেকেই তারা কারাবন্দি হয়ে রয়েছেন। রয়টার্সের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, তাদের দুই প্রতিবেদককে নৈশ ভোজের জন্য নিমন্ত্রণ করে ডেকে এনে পুলিশ গ্রেফতার করেছে।
বর্তমানে রোহিঙ্গা শরণার্থী সংকট ও বর্বর মিয়ানমার সেনাবাহিনীর বিচার চেয়ে যখন আন্তর্জাতিক সম্প্রদায় শোরগোল তুলছে এরইমধ্যে এই দুই সাংবাদিকের রায় ঘোষণা করা হবে।
সারাবাংলা/এনএইচ
আরও পড়ুন,
রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেফতার করেছে মিয়ানমার