Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফডিসিতে ছাদ থেকে পড়ে প্রডাকশন ম্যানেজারের মৃত্যু


২৬ আগস্ট ২০১৮ ২৩:১২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর এফডিসির একটি ভবনের  দুই তলা থেকে পড়ে সিদ্দিকুর রহমান সিদ্দিক (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে এফডিসির প্রডাকসন ম্যানেজারের দায়িত্বে ছিল।

রোববার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

মৃত সিদ্দিক শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার কার্তিকপুর গ্রামের মৃত সুলতান ব্যাপারির ছেলে। বর্তমানে কলাবাগান কাঠালবাগান এলাকায়রপরিবারের নিয়ে ভাড়া থাকতো।

তার স্ত্রী কাজল আক্তার জানায়, তার স্বামী এফডিসিতে প্রডাকসন ম্যানেজারের দায়াত্বি ছিল। সেখানে অন্যান্যদের কাছ থেকে জানতে পারে সে মদ্যপান অবস্থায় ৮নম্বর ভবনের ২য় তলা থেকে পড়ে যায়। পরে খবর পেয়ে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ বক্সের সহকারী ইনচার্জ বাবুল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমআই

এফডিসি ছাদ থেকে পড়ে মৃত্যু প্রডাকশন ম্যানেজার

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর