শীতে কষ্ট করে লাভ নেই : শিক্ষামন্ত্রী
৩০ ডিসেম্বর ২০১৭ ১৫:৩১ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৭:১২
স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা : বেসকারি শিক্ষা প্রতিষ্ঠানের নন-এমপিও শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কষ্ট করে আন্দোলন করছেন। শীতের মধ্যে অনশন-আন্দোলন করে, না খেয়ে থেকে কোনো লাভ হবে না। আপনারা চলে যান, আন্দোলন স্থগিত করেন।
সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষা মন্ত্রণালয় চাইলেও একার পক্ষে এমপিওভুক্ত করা সম্ভব নয়। এমপিওভুক্ত করার সঙ্গে অর্থ মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সম্পৃক্ত। শিক্ষকদের দাবির প্রতি আমাদের সহানুভূতি থাকলেও এই মুহূর্তে করার কিছু নেই।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে চারদিন ধরে আন্দোলন করে আসছেন। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ কর্মসূচি শুরু করেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
গত মঙ্গলবার সকাল ৮টা থেকে তাদের এ কর্মসূচি শুরু হয়।
অবস্থান কর্মসূচি থেকে শিক্ষক নেতারা বলেন, সরকারের হিসাবমতে বর্তমানে দেশে ৫ হাজারের অধিক শিক্ষাপ্রতিষ্ঠান স্বীকৃতিপ্রাপ্ত অবস্থায় আছে, যা এমপিও প্রত্যাশী।
এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ ১৫-২০ বছর ধরে বিনা বেতনে শিক্ষাদানের পেশায় নিয়োজিত আছেন।
সেখানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা এক লাখেরও বেশি এবং ২৫ লাখেরও বেশি শিক্ষার্থীকে তারা পাঠদান করে আসছেন বলে জানান।
সারাবাংলা/জিএস/একে