Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানির ট্যাঙ্ক বিস্ফোরণে নানা-নাতনির মৃত্যু


২৬ আগস্ট ২০১৮ ১৬:৫৭ | আপডেট: ২৬ আগস্ট ২০১৮ ২১:৪৬

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর পল্লবীতে পানির রিজার্ভ ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচ বছরের শিশু মিলির মৃত্যুর পর তার নানা সুরত আলী (৬০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা গেছেন।

রোববার (২৬ আগস্ট) সকালে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সুরত আলীর শরীরের ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পল্লবী থানাধীন ব্লক-ই এর লাইন-৪ এলাকায় ছয়তলা বাড়ির নিচতলায় রিজার্ভ ট্যাঙ্ক বিস্ফোরণে নয়জন দগ্ধ হন। ওই বাড়ির মালিক মোশাররফ হোসেন।

দগ্ধ অন্যরা হলেন, সুরত আলীর স্ত্রী বেদানা বেগম (৫০), ছেলে রাব্বি, তার স্ত্রী লাবনী, সুরত আলীর মেয়ে আলেয়া (৩০), বাড়ির মালিক মোশারফ হোসেন, তার ছেলে জিসান (১৮) ও আত্মীয় আলমগীর (৩২)।

সারাবাংলা/এসএসআর/একে

পল্লী পানির ট্যাঙ্ক বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর