Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু


২৬ আগস্ট ২০১৮ ১৬:৫০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

দিনাজপুর: ঈদুল আজহা উপলক্ষে ছয় দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে।

রোববার (২৬ আগস্ট) সকাল থেকে বাংলাদেশ-ভারতের মধ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। এর আগে ঈদুল আজহা উপলক্ষে সোমবার (২০ আগস্ট) থেকে এই স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়। গতকাল শনিবার (২৫ আগস্ট) পর্যন্ত এই কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময় দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জানান, ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। আজ (রোববার) থেকে তা ফের চালু হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর মিয়া জানান, বরাবরের মতো এবারও ঈদের সময় হিলি দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। তবে দুই দেশের যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল। এ সময় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক ছিল।

সারাবাংলা/টিআর

হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর