এক লাখ টন কয়লা আমদানির সিদ্ধান্ত
২৬ আগস্ট ২০১৮ ১৪:৩৪ | আপডেট: ২৬ আগস্ট ২০১৮ ১৬:৪৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র চালু করতে জরুরি ব্যবস্থায় এক লাখ টন কয়লা আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রোববার (২৬ আগস্ট) নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘কয়লা আমদানির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। সরকার এক লাখ টন কয়লা আমদানির সিদ্ধান্ত নিয়েছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটই অক্টোবরে চালু করা হবে ‘
তিনি আরও বলেন, ‘এবারের ঈদে বিদুৎ সরবরাহ ভালো ছিল। শুধু রংপুরে কিছুটা ঘাটতি ছিল তা আগামী মাস থেকে স্বাভাবিক হয়ে যাবে।’
বড়পুকুরিয়া কয়লা খনি থেকে এক লাখ ৪৪ হাজার টন কয়লা চুরির ঘটনা ঘটেছে। কয়লা সরবরাহ না থাকায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়।
নসরুল হামিদ বলেন, ‘বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ না হলে কয়লা চুরির আসল ঘটনা প্রকাশ পেত না। হয়ত বিভিন্ন দুষ্টুচক্র বিষয়টি ধামাচাপা দিত। এখন আর সেই সুযোগ নেই।’
তিনি বলেন, ‘তদন্ত কমিটির দুইটি তদন্ত প্রতিবেদনই আমাদের কাছে এসেছে। দেশবাসীকে বলছি, অপরাধীরা ছাড় পাবে না। অবশ্যই তাদের বিচার হবে।’ তবে মামলা চলমান থাকায় তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা যাবে না বলে প্রতিমন্ত্রী সাংবাদিকদের কাছে জানান।
নির্বাচনের আগে বিদ্যুতের দাম নির্ধারণ প্রসঙ্গে নসরুল হামিদ বলেন, ‘এটি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বার্ক) দেখছে। আমরা আমাদের প্রস্তাবনা রেখেছি। জনগণের ওপর যেন কোনও চাপ না পড়ে সেদিকে নজর রাখা হয়েছে।’
সারাবাংলা/এএইচএইচ/এনএইচ/একে
আরও পড়ুন,
দুই তিনদিনের মধ্যেই বড়পুকুরিয়া চালু হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
কয়লা দুর্নীতি: বড়পুকুরিয়ার ৮ কর্মকর্তাকে দুদকে তলব
কয়লা ঘাটতির প্রমাণ পেয়েছে দুদক
কয়লা সংকটে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র