হেনস্থা নয়, শহিদুল আলমের প্রশংসা করা উচিত: অমর্ত্য সেন
২৬ আগস্ট ২০১৮ ১২:০৯ | আপডেট: ২৬ আগস্ট ২০১৮ ১৬:৪৮
।। শুভজিৎ পুততুণ্ড।।
কলকাতা থেকে: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী এবং দৃক গ্যালারি ও পাঠশালার প্রতিষ্ঠাতা ড. শহিদুল আলমকে কারাবন্দি করার ঘটনায় নিন্দা জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
শনিবার (২৫ আগস্ট) কলকাতায় শিশির মঞ্চে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘তাকে (শহিদুল আলম) হেনস্থার চেয়ে বরং তার কাজের প্রশংসা ও কদর করা উচিত।’
অমর্ত্য সেন আরও বলেন, ‘ফটোসাংবাদিকতার মধ্য দিয়ে মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রে খুবই গুরুত্বপূর্ণ। শহিদুল আলম গত কয়েকবছর ধরে যে দক্ষতা ও সাহস দেখিয়েছেন, তার সেই সব কাজের প্রশংসা করার যথেষ্ট কারণ আমাদের আছে।’
এর আগেও ভারতে কলকাতা ও মুম্বাই প্রেস ক্লাবের পক্ষ থেকে শহিদুল আলমের মুক্তির দাবিতে পথে নামেন ভারতের ফটোসাংবাদিকরা।
নিরাপদ সড়কের দাবিতে ঢাকায় ছাত্র আন্দোলন চলাকালে উসকানি দেওয়ার অভিযোগে শহিদুল আলমকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।
গত ৬ আগস্ট বিকালে ডিবি (উত্তর) পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গ্রেফতারের পর শহিদুল আলমকে সাতদিনের রিমান্ডে নেওয়া হয়।
রিমান্ড শেষে ১৩ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে কারাগারে রয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম।
সারাবাংলা/একে