Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ফাঁকা রাস্তায় উল্টে গেছে কাভার্ডভ্যান


২৪ আগস্ট ২০১৮ ১৫:০২

|| স্টাফ করেসপন্ডেন্ট ||

রাজধানীর বিজয় সরণি মোড়ে ফাঁকা রাস্তায় সিমেন্ট বোঝাই একটি কাভার্ডভ্যান উল্টে গেছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার(২৪ আগস্ট) ভোর ৫টার দিকে চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ডভ্যানটি উল্টে যায় বলে জানিয়েছেন পুলিশ। পরে সকাল দশটায় ট্রাফিক পুলিশ রেকার দিয়ে কাভার্ডভ্যানটি রাস্তা থেকে সরিয়ে নেন।

বিজয় সরণি মোড়ে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফেরদৌস আলম জানান, সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যানটির চালক ফাঁকা রাস্তায় নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। পরে পুলিশ রেকার এনে সিমেন্ট অপসারণের পর কাভার্ডভ্যানটি সরিয়ে নিয়ে যায়।

সারাবাংলা/এসএইচ/এনএইচ

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর