Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলাম : প্রধানমন্ত্রী


৩০ ডিসেম্বর ২০১৭ ১২:৪২ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৭:১২

প্রতিনিয়ত বিশ্ব পরিবর্তন হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষা কারিকুলাম প্রণয়ন ও হালনাগাদ করতে হবে।

গণভবনে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল গ্রহণকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশকে যেন আর ভিক্ষা করে চলতে না হয়। অনেক রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে। দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা অর্জন হয়েছে। এই স্বাধীনতা যেন ব্যর্থ না হয়। একটি সোনার বাংলা গড়ে তোলার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করে যেতে হবে। যেটি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল।

শেখ হাসিনা বলেন, পড়াশোনার কোনো বিকল্প নেই। পড়াশোনা ছাড়া দেশ এগুতে পারবে না।

জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘যারা পাস করেছো তাদের আমি অভিনন্দন জানাই। তোমাদের শিক্ষক-অভিভাবককেও অভিনন্দন জানাই। আর যারা পাস করতে পারো নি তাদের মনোযোগ বাড়াতে হবে। আগামীতে যেন পাস করতে পারো সেই আন্তরিকতা থাকতে হবে।

সারাবাংলা/একে

 

জেএসসি পরীক্ষা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর