তৃণমূল কংগ্রেস অফিসে বিস্ফোরণ, নিহত ২
২৩ আগস্ট ২০১৮ ১৪:০৬ | আপডেট: ২৩ আগস্ট ২০১৮ ১৭:০৪
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ভারতের কলকাতায় পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের অফিসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ২জন নিহত ও ৫জন আহত হয়েছেন। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ৩জনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার (২৩ আগস্ট) স্থানীয় সময় সকাল ৮টায় বিস্ফোরণটি ঘটে।
তৃণমূলের বিধায়ক প্রদ্যুৎ ঘোষ জানান, এখনও তারা নিশ্চিত হতে পারেননি কেন তাদের দলীয় অফিসে এমনটি ঘটেছে।
পুলিশ বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। বিস্ফোরণস্থল সহ গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, সিলিন্ডার গ্যাস অথবা অশোধিত বোমা থেকে বিস্ফোরণ ঘটতে পারে। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বেশ কয়েকটি বাড়ির দেয়ালে ফাটল ধরেছে।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর রাজনৈতিক দল।
সারাবাংলা/এনএইচ