চলে গেলেন বরেণ্য সাংবাদিক কুলদীপ নায়ার
২৩ আগস্ট ২০১৮ ১১:৩৪ | আপডেট: ২৩ আগস্ট ২০১৮ ১২:২২
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
প্রবীণ সাংবাদিক, লেখক ও কলামিস্ট কুলদীপ নায়ার আর নেই।
বৃহস্পতিবার (২৩ আগস্ট) নায়াদিল্লির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার পারিবারিক সূত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
১৯২৩ সালের ১৪ আগস্ট বর্তমান পাকিস্তানের শিয়াল কোটে জন্মগ্রহণ করেন কুলদীপ নায়ার। ১৯৪৭ সালে দেশ বিভাগের আগে তিনি লাহোর বিশ্ববিদ্যালয় থেকে আইন শাস্ত্রে স্নাতক সম্পন্ন করেন। এ ছাড়াও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির মেডিল স্কুল অব জার্নালিজম থেকে উচ্চতর ডিগ্রী লাভ করেন।
১৯৪৭ সালে ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে পাকিস্তান ও ভারতের জন্ম হলে হাজার হাজার মানুষের সঙ্গে হিন্দু ধর্মাবলম্বী কুলদীপ নায়ারও পাকিস্তান ত্যাগ করে ভারতে স্থায়ী হয়ে যান। শিয়ালকোট থেকে তিনি আসেন দিল্লিতে। মাতৃভূমি ত্যাগের অশ্রুবহ ঘটনা তাকে চিরকার তাড়িয়ে নিয়ে বেড়িয়েছে। প্রভাবশালী সাংবাদিক হিসাবে ভারত-পাকিস্তানের শান্তিপূর্ণ সুসম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সব সময় সক্রিয় ভূমিকা রেখেছেন।
উর্দু পত্রিকা আনজাম-এর মাধ্যমে কুলদীপ নায়ারের সাংবাদিকতা শুরু। এই পত্রিকার মুসলিম মালিক তাকে চাকরি দিয়েছিলেন, যাতে সরকারের উচ্চ মহলে যোগাযোগ রেখে তার সম্পদ ও পত্রিকা রক্ষা করা যায়। যখন সম্পাদকের সম্পদ রক্ষিত হলো না তখন তাকে ছাঁটাই করা হয়।
এরপর স্বাধীনতাসংগ্রামী মাওলানা হাসরাত মাহানীর, যিনি প্রথম ভারতের স্বাধীনতার কথা বলেন, তার পরামর্শে ইংরেজি পত্রিকায় সাংবাদিকতা করার চেষ্টা করেন। স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান সাংবাদিকতা বিষয়ে পড়া-লেখা করতে, পরে লেখক-রাজনীতিক হুমায়ুন কবিরের সহায়তায় তার ফিচার এজেন্সির মাধ্যমে ইংরেজি সাংবাদিকতা শুরু করেন।
তার প্রথম লেখা ছিল ‘টু এভরি থিংকিং রিফিাউজি’। সেই নিবন্ধ তিনটি পত্রিকায় ছাপা হয় এবং পরবর্তীকালে কুলদীপ সিন্ডিকেটেড লেখক-সাংবাদিক হিসেবে ভারতে ও বিদেশে পরিচিতি লাভ করেন।
মাঝখানে কয়েক বছর সাংবাদিকতা ছেড়ে কুলদীপ নায়ার ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোতে জনসংযোগ কর্মকর্তা হিসেবে চাকরি নেন। তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দ বল্লব পন্থ এবং পরে লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে কাজ করেছেন। কিছুদিন জওহরলাল নেহরুর সঙ্গে কাজ করারও অভিজ্ঞতা ছিল তার।
সে সময়ে কাছ থেকে এই তিন নেতাসহ কংগ্রেসের আরও অনেক নেতাকে দেখেছেন কুলদীপ নায়ার। তিনি যখন গোবিন্দ বল্লব পন্থের জনসংযোগ কর্মকর্তা, তখন ভাষার ভিত্তিতে রাজ্যগুলো পুনর্বিন্যস্ত করা হয়, প্রশাসনিক সংস্কার এবং পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি হয়। মন্ত্রীর সঙ্গে তিনি গুয়াহাটি ও সীমান্ত এলাকাও সফর করেছেন। তার সেই সফরের অভিজ্ঞতা ছিল অম্লমধুর।
শাস্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার আগেই কুলদীপ নায়ার সরকারি চাকরি ছেড়ে দিয়ে সাংবাদিকতায় ফিরে যান। প্রথমে বার্তা সংস্থা ইউএনআই, এরপর স্টেটসম্যান ও হিন্দুস্তান টাইমসে সাংবাদিকতা করেন।
কুলদীপ নায়ারের আত্মজীবনী ‘বিয়ন্ড দ্য লাইন’সহ ১৫ বই লিখেছেন। তার কয়েকটি উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে, বিটুইন দ্য লাইন, ইনডিয়া’স দ্য ক্রিটিকাল ইয়ার্স, ডিসটেন্স নেইবারস, সাপ্রেসন অব জাজ, ইনডিয়া আফটার নেহরু, ইন জেইল ইত্যাদি অন্যতম।
সারাবাংলা/এমআই