Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চামড়ার দর কম, চিন্তায় খুচরা ক্রেতারা


২২ আগস্ট ২০১৮ ১৬:৩৫ | আপডেট: ২২ আগস্ট ২০১৮ ১৬:৪১

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে চামড়া বিক্রি করতে হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন খুচরা ক্রেতারা। রাজধানীর সেগুনবাগিচায় ঈদের দিন দুপুরে (২২ আগস্ট) কথা হয় কয়েকজন খুচরা চামড়া ক্রেতার সঙ্গে।

তারা জানান, ছোট বড় মিলে তারা গরুর চামড়া গড়ে ১ হাজার টাকায় কিনেছেন। সেগুনবাগিচার খুচরা ক্রেতারা বিভিন্ন মহল্লা থেকে পাঁচ শতাধিক পশুর চামড়া কিনেছেন।

কিন্তু চামড়ার বড় ব্যবসায়ীরা বেশি দাম দিতে চাইছে না।

চামড়া ক্রেতা রেজাউল করিম বলেন, ‘প্রতিটি চামড়া গড়ে এক হাজার টাকায় কেনা পড়েছে। আমাদের এখানে ব্যবসায়ীরা এসেছেন। তারা চামড়ার দাম ৯০০ টাকার বেশি দিতে চাইছেন না।’

‘অবস্থা দেখে মনে হচ্ছে আমরা লোকসানে পড়ব’ বলেন এই ক্রেতা।

চামড়া ব্যবসায়ী দিলীপ বলেন, ‘এই চামড়া সাভারের ট্যানারি পল্লীতে নিতে চাইছি। সেখানে গেলে হয়ত দাম কিছুটা বাড়তে পারে।’

এতে খরচটা উঠে আসবে বলে আশা প্রকাশ করেন এই ব্যবসায়ী।

তার অভিযোগ, সিন্ডিকেট পরিকল্পিতভাবে চামড়ার দাম কমিয়ে দিয়েছে। এর ফলে তারা ন্যায্য দাম পাচ্ছেন না।

সারাবাংলা/এএইচএইচ/একে

কোরবানির চামড়া চামড়ার দর ট্যানারি পল্লী সাভার

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর