Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াগড় বোমা হামলায় জেএমবি’র মোস্ট ওয়ান্টেড সদস্য গ্রেফতার


৩০ ডিসেম্বর ২০১৭ ১১:৪২ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৭ ১৬:২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বগুড়া

ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমানের খাগড়াগড় বোমা হামলার অন্যতম অভিযুক্ত এবং মোস্ট ওয়ান্টেড জঙ্গি জেএমবি’র সুরা সদস্য ও দক্ষিণাঞ্চলের প্রধান আবু সাঈদ ওরফে করিম ওরফে শ্যামলকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকা থেকে শুক্রবার রাত ১ টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, গ্রেফতারকৃত সাঈদ ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমানের খাগড়াগড় বোমা হামলার অন্যতম অভিযুক্ত। পুলিশ হেডকোয়ার্টারের একটি গোয়েন্দা টিম ও বগুড়ার ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছে গুলিসহ একটি বিদেশী পিস্তল, ৮ রাউন্ড গুলি, ধারাল অস্ত্র ও রেজিষ্ট্রেশনবিহীন একটি মটর সাইকেল পাওয়া যায়।

সারাবাংলা/এএইচএম/টিএম

জেএমবি সদস্য মোস্ট ওয়ান্টেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর