‘মানুষের মুখে হাসি দেখতে দেশের সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি’
২২ আগস্ট ২০১৮ ১২:২২ | আপডেট: ২২ আগস্ট ২০১৮ ১৪:৪৪
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: স্বজন হারানোর ব্যাথা বুকে নিয়েও মানুষের মুখে হাসি ফোটাতে দেশের সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বুধবার(২২ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পবিত্র ঈদুল আজহায় সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘উন্নয়ন কর্মকাণ্ডে জনগণ খুশি হয়ে থাকলে আগামী নির্বাচনে আবারও বিজয়ী হবো। এই আগস্টেই পরিবারের সবাইকে হারিয়েছি; শুধু আপনাদের জন্যই বেঁচে থাকা। সব শোক, সব ব্যাথা বুকে নিয়েও জনগণের জন্য যেন আনন্দ উৎসব হয়, তার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।’
আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বার্তা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জানাতে হবে বলেও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের পুলিশ, র্যাবসহ যারা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত, তারা প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাদের লক্ষ্য একটাই, আপনাদের ঈদ উদযাপনটা যেন ভালো হয়। যারা গ্রামের বাড়িতে যাচ্ছেন, আমরা চেষ্টা করেছি তারাও যেন ভালোভাবে নিজ নিজ এলাকায় পৌঁছাতে পারেন এবং ঈদ করে সহি-সালামতে ফিরে আসতে পারেন।
ঈদে গণভবনে শুভেচ্ছা বিনিময় করতে আসা অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে সবাইকে আপ্যায়িত হয়ে যাওয়ার অনুরোধ জানান তিনি। পাশাপাশি কারও কোনো অভিযোগ থাকলে সেটাও জানাতে বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘অভিযোগ নেওয়ার জন্য আলাদা টেবিলের ব্যবস্থা আছে। সেখানে আমাদের দলের লোক এবং কর্মকর্তারা আছেন। তারাই অভিযোগগুলো গ্রহণ করবেন এবং পরবর্তী সময়ে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। আমাকে অনেকে অনেক কথা বলতে চেষ্টা করেছেন। তাই সেসব কথা জানানোর সুযোগ দিতে অভিযোগ করার ব্যবস্থা করা আছে। সেখানে স্লিপ দেওয়া আছে। তাতে আপনি আপনার অভিযোগ লিখে দিতে পারবেন। আমরা পরে দেখব, কী করা যায়।’
এই ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনুক, খুশি বয়ে আনুক, সবাই ভালো থাকুক— এমন প্রত্যাশা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন সকাল ১০টা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশা ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে সকাল ১১টা থেকে বিচারপতি ও কূটনীতিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় শুভেচ্ছা প্রধানমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়
সারাবাংলা/এনআর/টিআর
ঈদ শুভেচ্ছা ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা