Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগস্ট ষড়যন্ত্রে জড়িত ড. কামাল’


২২ আগস্ট ২০১৮ ০৮:২০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বিরুদ্ধে আগস্ট মাসকে ঘিরে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ এনেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মঙ্গলবার (২১ আগস্ট) রাতে চট্টগ্রামে এক সভায় তিনি বলেন, ‘বাংলাদেশের অগ্রযাত্রা ঠেকিয়ে পেছনের দিকে ঠেলে দিতে যারা ষড়যন্ত্র করছে তারা বারবার আগস্ট মাসকেই বেছে নেয়। এবারও একই ষড়যন্ত্র হয়েছে। এই ষড়যন্ত্র ফাঁস হয়েছে। ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হয়েছে।’

তিনি বলেন, ‘বলতে লজ্জা হয়, এই ষড়যন্ত্রে ড. কামাল হোসেনও ছিলেন, যিনি সংবিধানে কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ অন্তর্ভুক্তির বিরুদ্ধে একটি কথাও বলেননি। এই ধরনের জঘন্য ষড়যন্ত্রের একমাত্র জবাব হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকার বিজয় নিশ্চিত করা এবং বঙ্গবন্ধুর আরাধ্য সোনার বাংলা নির্মাণের স্বপ্ন পূরণে আরেক ধাপ এগিয়ে যাওয়া।’

শেখ হাসিনার প্রাণনাশের উদ্দেশ্যে গ্রেনেড হামলার ১৩তম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন। সভায় ২১ অগাস্টে গ্রেনেড হামলার মাধ্যমে করা হত্যাকাণ্ডের শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল।

নওফেল বলেন, ‘জাতি যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের ফাঁসির দড়িতে ঝুলতে দেখেছে। এবার ২১ আগস্টের গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী ও চিহ্নিত ঘাতকদের ফাঁসির দড়িতে ঝুলতে দেখতে চায়। আজ দিবালোকের মত সত্য দূর্নীতি মামলায় দন্ডিত ও পলাতক আসামি তারেক রহমানই ষড়যন্ত্র ও লুণ্ঠনের আস্তানা হাওয়া ভবনে বসেই বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছিলেন।’

বিজ্ঞাপন

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম রেজাউল করিম, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল কুমার সরকার ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলমসহ অন্যরা।

সারাবাংলা/আরডি/এমও

২১ আগস্ট গ্রেনেড হামলা ড. কামাল হোসেন তারেক রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর