Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালের ক্যালেন্ডার ২২ আগস্ট


২২ আগস্ট ২০১৮ ০৭:৫৫

।। বিচিত্রা ডেস্ক।।

আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। ঠিক কখন পৃথিবীর সৃষ্টি? একেবারে শুরুর কোনো পাথর টিকে নেই, তাই সঠিক করে বলা যায় না। তবে ধারণা করা হয় সৌরজগৎ সৃষ্টির মোটামুটি ১০০ মিলিয়ন বছর পর একগুচ্ছ সংঘর্ষের ফল হলো পৃথিবী। আজ থেকে ৪.৫৪ বিলিয়ন বছর আগে পৃথিবী নামের গ্রহটি আকৃতি পায়, পায় লোহার একটি কেন্দ্র ও একটি বায়ুমণ্ডল।

বিজ্ঞাপন

মানুষের ইতিহাস শুরু হয় আরো পরে। মূলত পুর্ব প্রস্তর যুগে পৃথিবীতে মানুষ নামে প্রাণের আবির্ভাব। সেই আদিম যুগ থেকে প্রাওয়া সব প্রত্নতাত্ত্বিক দলিলে জানা যায়, আজ থেকে প্রায় দুই লাখ বছর আগে আধুনিক হোমো স্যাপিয়েন্সরা মাথাচাড়া দিয়ে ওঠেছিল। সেখান থেকে সভ্যতা আস্তে আস্তে এগুতে থাকে। সময়ের সঙ্গে উৎকর্ষের সীমায় পৌঁছে এই মানুষরা। চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।

ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের এই দিনে কৌতুহলউদ্দীপক, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু ও উল্লেখযোগ্য ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে এই আয়োজন। চলুন এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল-

জন্মদিন

১৮৬২: ক্লাউড ডেবুসয়,ফরাসি সুরকার।

১৮৭৪: মাক্স সচেলের,জার্মান দার্শনিক ও লেখক।

১৮৭৭: এ কে কুমারস্বামীর,সিংহলি শিল্পী।

১৯০২: লিনি রিয়েফেন্সটাহল, জার্মান অভিনেত্রী ও পরিচালক।

১৯০৯: জুলিয়াস জে. এপস্টাইন,আমেরিকান চিত্রনাট্যকার ও প্রযোজক।

বিজ্ঞাপন

১৯১৫- নাট্যকার ও পরিচালক শম্ভু মিত্র।

১৯৩৯: ভালেরি হারপার, আমেরিকান অভিনেত্রী ও গায়ক।

১৯৫৫: চিরঞ্জীবি, ভারতীয় অভিনেতা, প্রযোজক ও রাজনীতিবিদ।

১৯৬৩: টোরি আমস, আমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক ও প্রযোজক।

১৯৭১: রিচার্ড আরমিটাগে, ইংরেজ অভিনেতা।

১৯৯১: ফেদেরিকো মাচেডা, তিনি ইতালিয়ান ফুটবলার।

মৃত্যুদিন

১৮১৮: ওয়ারেন হেস্টিংস, তিনি ছিলেন ভারতের ব্রিটিশ গভর্নর জেনেরেল।

১৮৫০: নিকোলাস লেনাউ, তিনি ছিলেন রোমানিয়ান বংশোদ্ভূত অস্ট্রিয়ান কবি।

১৯০৪: কেট ছপিন, তিনি ছিলেন আমেরিকান লেখক।

১৯২২: মাইকেল কলিন্স, তিনি ছিলেন আইরিশ রাজনীতিবিদ ও ২য় মন্ত্রী।

১৯৫৮: রজার মারটিন ডু গার্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক।

১৯৭৭: সেবাস্টিয়ান কাবট, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেতা ও গায়ক।

১৯৭৮- কেনিয়ার নেতা জোমো কেনিয়াত্তা।

২০১৩: আন্ড্রেয়া শেরভি, তিনি ছিলেন ইতালীয় ফুটবল খেলোয়াড়।

উল্লেখযোগ্য ঘটনা

১৬৪২- ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু।

১৬৯৮- সুইডেনের বিরুদ্ধে রাশিয়া, ডেনমার্ক ও পোল্যান্ডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯১০- জাপান কোরিয়াকে চুক্তির মাধ্যমে অন্তর্ভুক্ত করে নেয় ও এভাবে চলতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত।

১৯৩২- বিবিসি প্রথম নিয়মিত টিভি সম্প্রচার শুরু করে।

১৯৪২- ব্রাজিল জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৪২- জার্মান নাজি বাহিনী স্তালিনগ্রাদে অবরোধ করে।

১৯৪৪- দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন রোমানিয়া দখল করে।

১৯৮৯- নেপচুন গ্রহে প্রথম বলয় দেখতে পাওয়া যায়।

সারাবাংলা/এসবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর