Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী


২১ আগস্ট ২০১৮ ১৯:৫২

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহার দিন গণভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে শুভচ্ছো বিনিময় করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি ওইদিন সকাল সাড়ে দশটা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণ এবং পেশাজীবীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। এর আগে রাষ্ট্রপতি ঈদের দিন সকাল ৮টায় হাইকোর্টের সামনে জাতীয় ঈদগায় ঈদের নামাজ আদায় করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে সকাল ১০টা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশা এবং সর্বস্তরের জনসাধারণ এবং ১১টা থেকে বিচারপতি ও কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

মঙ্গলবার (২১ আগস্ট) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সারাবাংলা/এনআর/একে

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর