মিশরে গির্জায় ঢুকে বন্দুকধারীর হামলা, নিহত ১১
৩০ ডিসেম্বর ২০১৭ ০৯:৫৩ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৭:১১
সারাবাংলা ডেস্ক
মিশরের রাজধানী কায়রোর একটি গির্জায় বন্দুকধারীর হামলায় ১ পুলিশসহ ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন নিরাপত্তাকর্মী। সৌদি মালিকানাধীন দুবাইভিত্তিক টেলিভিশন আল আরাবিয়া জানিয়েছে, আইএস এ হামলার দায় স্বীকার করেছে।
হামলার পরপরই পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছেন। শুক্রবার কায়রোর দক্ষিণে হেলওয়ান শহরের মারমিনা গির্জায় এ ঘটনা ঘটে।
মিশরের স্বাস্থ্যমন্ত্রী, ১১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট।
আল আরাবিয়া জানিয়েছে, ওই হামলাকারীর নাম ইব্রাহিম ইসমাইল ইব্রাহিম মুস্তফা। তার জন্ম ১৯৮৪ সালের ৪ জুলাই। তিনি হস্তশিল্পী ছিলেন এবং হেলওয়ান শহরে থাকতেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, শুক্রবার সকাল ১০ টায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী প্রথমে গির্জার চত্বরে ঢুকে এলোপাথাড়ি গুলি করতে থাকে পরে গির্জার ভেতরে ঢুকে পড়ে। একপর্যায়ে সে পুলিশের গুলিতে নিহত হন।
সারাবাংলা/টিএম/একে