Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেএসসি ও জেডিসির ফল প্রকাশ আজ


৩০ ডিসেম্বর ২০১৭ ০৮:৪৩ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৭:০৭

স্টাফ করেসপন্ডেন্ট

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ আজ।

শনিবার দুপুর ২টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করবেন।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড, মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফলাফল জানতে পারবে।

তার আগে সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার (পিইসি) ফলাফলের কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন।

এ সময় একই সঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠপুস্তকের কপিও প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে।

সারাবাংলা/এমআই

এসএসসি জেএসসি পরীক্ষার ফল

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর