গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২
২১ আগস্ট ২০১৮ ১০:০৮ | আপডেট: ২১ আগস্ট ২০১৮ ১৫:৪৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন রূপালী ব্যাংক ঢাকা সাউথ ডিভিশন মতিঝিল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস.এম আরাফাত হাসান প্রিন্স (৩৬) এবং প্রিন্সের ফুফাতো ভাই খুলনা শহরের সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার শিমুল (৪০)।
আহত অবস্থায় প্রিন্সের স্ত্রী মেসকাতই জাহান ফেরদৌসী কেকাকে (৩০) উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত প্রিন্স বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের সরদার আজিজুর রহমানের ছেলে।
মঙ্গলবার (২১ আগস্ট) সকাল ৬ টার দিকে ঢাক-খুলনা মহাসড়কের গোপীনাথপুর উত্তপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হযরত আলী জানান, পরিবার-পরিজনের সাথে ঈদ করতে প্রিন্স নিজের প্রাইভেটকারে করে ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি গোপীনাথপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সেবা গ্রীন লাইনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাস প্রাইভেটকারটিকে ১শ’ গজ দূরে রাস্তার পাশ্ববর্তী খাদে ফেলে দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। প্রিন্স ও শিমুলের ঘটনাস্থলেই মারা যান।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ষ্টেশন অফিসার নূর মোহাম্মদ সিকদার বলেন, ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা লাশ দু’টি উদ্ধার করেছে।
সারাবংলা/এনএইচ