Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালের ক্যালেন্ডার ২১ আগস্ট


২১ আগস্ট ২০১৮ ০৮:৪৭ | আপডেট: ২১ আগস্ট ২০১৮ ১১:৪৭

।। বিচিত্রা ডেস্ক।।

আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। ঠিক কখন পৃথিবীর সৃষ্টি? একেবারে শুরুর কোনো পাথর টিকে নেই, তাই সঠিক করে বলা যায় না। তবে ধারণা করা হয় সৌরজগৎ সৃষ্টির মোটামুটি ১০০ মিলিয়ন বছর পর একগুচ্ছ সংঘর্ষের ফল হলো পৃথিবী। আজ থেকে ৪.৫৪ বিলিয়ন বছর আগে পৃথিবী নামের গ্রহটি আকৃতি পায়, পায় লোহার একটি কেন্দ্র ও একটি বায়ুমণ্ডল।

বিজ্ঞাপন

মানুষের ইতিহাস শুরু হয় আরো পরে। মূলত পুর্ব প্রস্তর যুগে পৃথিবীতে মানুষ নামে প্রাণের আবির্ভাব। সেই আদিম যুগ থেকে প্রাওয়া সব প্রত্নতাত্ত্বিক দলিলে জানা যায়, আজ থেকে প্রায় দুই লাখ বছর আগে আধুনিক হোমো স্যাপিয়েন্সরা মাথাচাড়া দিয়ে ওঠেছিল। সেখান থেকে সভ্যতা আস্তে আস্তে এগুতে থাকে। সময়ের সঙ্গে উৎকর্ষের সীমায় পৌঁছে এই মানুষরা। চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।

ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের এই দিনে কৌতুহলউদ্দীপক, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু ও উল্লেখযোগ্য ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে এই আয়োজন। চলুন এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল-

মৃত্যুদিন

১৬১৩ সালে বাংলায় শাসনকর্তা ইসলাম খানের মৃত্যু।

১৬১৩ সালে বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁর মৃত্যু।

১৯৪০ সালে রুশ বিপ্লবী নেতা লিও ট্রটস্কির মৃত্যু।

১৯৪৩ সালে সাহিত্যে নোবেলজয়ী [১৯১৭] ডেনিশ লেখক হেইনরিক পন্টোপপিডানের মৃত্যু।

বিজ্ঞাপন

উল্লেখযোগ্য ঘটনা

১৯১১ সালে লিওনার্দ দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’ অপহৃত হয়।

১৯৩৭ সালে চীন-সোভিয়েত অনক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৮৮ সালে উত্তর ও পূর্ব ভারত এবং নেপালে সংঘটিত ভূমিকম্পে ৯০০ জন নিহত হন।

১৯৮৮ সালে ইরান ও ইরাকের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষিত হয়।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন কট্টরপন্থীদের অভ্যুত্থান ব্যর্থ হওয়ায় গরবাচেভ প্রেসিডেন্ট পদে পুনর্বহাল হন।

সারাবাংলা/এসবি

ইতিহাসে আজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর