Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শতভাগ কারখানায় বেতন বোনাস পরিশোধ: বিজিএমইএ


২০ আগস্ট ২০১৮ ১৬:৪৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: পোশাক কারখানায় শ্রমিকদের শতভাগ বেতন বোনাস পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

সোমবার (২০ আগস্ট) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে এ তথ্য জানানো হয়৷

বিজিএমইএ-এর প্রথম সহসভাপতি মইনুদ্দিন আহমেদ মিন্টু বলেন, শতভাগ কারখানায় জুলাই মাসের বেতনভাতা ও প্রায় সব কারখানায় বোনাস দেওয়া হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত ৯০ ভাগ কারখানায় ছুটি দেওয়া হয়েছে। সন্ধার আগেই সব কারখানা ছুটি হয়ে যাবে।

তিনি আরও বলেন, মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে অধিকাংশ কারখানায় আগস্ট মাসের অগ্রিম ১০ থেকে ১৫ দিনের বেতন পরিশোধ করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাছির বলেন, বোনাস প্রায় শতভাগ কারখানায় দেওয়া হয়েছে তা বলার কারণ এখনও সময় আছে। বিকাল পাঁচটার মধ্যে সব কারখানার বোনাস দেওয়া হয়ে যাবে।

সংবাদ সম্মেলনের শুরুতে বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাছির বলেন, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। তিনি সুস্থ হয়ে গতকাল বাংলাদেশে এসেছেন। এখন তিনি বিশ্রামে রয়েছেন।

সারাবাংলা/ইএইচটি/এমআই

বিজিএমইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর