Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় পাঠাও চালকের মৃত্যু


২০ আগস্ট ২০১৮ ১৪:১০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

রাজধানীর মোহাম্মদপুর বেড়ি বাঁধে ট্রাকের ধাক্কায় সোহেল পারভেজ(৩২) নামের এক পাঠাও চালক নিহত হয়েছেন। সোমবার (২০আগস্ট) সকাল সাড়ে ৯টায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, সোহেলের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার রেলপাড়া গ্রামে। বাবার নাম ওহিদুল ইসলাম। বর্তমানে হাজারীবাগ টালিপাড়ায় ১ছেলেকে নিয়ে ভাড়া থাকেন। পেশায় পাঠাও রাইড চালক সোহেল সকালে মোটরসাইকেল নিয়ে কাজের জন্য বের হয়েছিলেন।

পথচারী আবুল কালাম বলেন, মোহাম্মদপুর বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদ এলাকায় একটি ট্রাক পারভেজকে ধাক্কা দেয়।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জামাল উদ্দিন মীর জানান, ট্রাক ধাক্কায় এই নিহতের ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এনএইচ

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর