Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বংশালে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু


২০ আগস্ট ২০১৮ ১৪:০৫

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

রাজধানীর বংশাল আগাসাদেক রোডে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে আহত গাফফার মোল্লা(১৮) নামের এক দোকান কর্মচারী ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে(ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার(২০আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে তার মৃত্যু হয়।

এর আগে গত রাত সাড়ে ১০ টার দিকে গাফফারকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গাফফারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বন্ধু অপু জানায়, গতকাল রাতে স্থানীয় এলাকার জনৈক শাকিব সহ ৩/৪ জন মিলে গাফফারকে মারধর করে। একপর্যায়ে তার পেটে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।

বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, এলাকার পাকিস্তান মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে গতরাতে আগাসাদেক রোডে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। অভিযুক্ত শাকিবকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

মৃত গাফফারের বাবার নাম মোহাম্মদ আলী। তিনি লালবাগে সপরিবারে থাকতেন। চাকরি করতেন নিউমার্কেটে একটি কাপড়ের দোকানে।

সারাবাংলা/এনএইচ

ছুরিকাঘাত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর