বিমানবন্দরে অপেক্ষায় প্রবাসী, সড়কে গেল ২ ছেলেসহ ৫ স্বজনের প্রাণ
২০ আগস্ট ২০১৮ ১৪:৩৮ | আপডেট: ২০ আগস্ট ২০১৮ ১৭:১৭
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের বাসিন্দা কাতার প্রবাসী মো. সবুজকে আনতে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। রোববার (১৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মুহুরীগঞ্জ সুলতানা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পরিবারের আরও সাতজন গুরুতর আহত হয়ে ফেনী ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন লক্ষ্মীপুর জেলা সদরের মটবী গ্রামের প্রবাসী সবুজের দুই শিশুপুত্র নাহিদুল ইসলাম শুভ (৭) ও মাইদুল ইসলাম নোমান (২), শাশুড়ি জাহানারা বেগম (৫৫), সবুজের ভায়রার মেয়ে পপি আক্তার (১৫), বোন রুনা আক্তার (৩৫) এবং মাইক্রোবাসের চালক চন্দ্রগঞ্জ রামকৃষ্ণপুর গ্রামের চৌধুরী মিয়ার ছেলে আব্বাছ মিয়া (৪০)। নিহতদের মরদেহ ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত জাহানারা বেগমের ভাই শাহাবুদ্দিন নিহতদের পরিচয় নিশ্চিত করেন।
পরিবার সূত্রে জানা গেছে, তিন বছর পর কাতার ফেরত প্রবাসী সবুজকে আনতে লক্ষ্মীপুর থেকে একটি মাইক্রোবাস ভাড়া করেন পরিবারের সদস্যরা। রোববার রাত ১২টার দিকে পরিবারের ১৩ সদস্যকে নিয়ে মাইক্রোবাসটি চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের উদ্দেশে রওয়ানা দেন। রাত ২টা ৪০ মিনিটের দিকে মাইক্রোবাসটি ফেনীর মুহুরীগঞ্জ সুলতানা ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে গরু বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ছয়জনের মৃত্যু হয়।
ফেনী মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ থানার ইনচার্জ মো. মাহবুব আলম মুঠোফোনে জানান, রাতে মুহুরীগঞ্জ সুলতানা ফিলিং স্টেশনের ৫০ গজ দক্ষিণে ইউটার্ন মোড়ে চট্টগ্রাম থেকে আগত একটি গরু বোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থল থেকে দুই শিশু, তিন নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। আরও সাতজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এনএইচ/একে
আরও পড়ুন,
গরুর ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষ, ৬ জনের মৃত্যু