Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও তিন শিক্ষার্থীর জামিন


২০ আগস্ট ২০১৮ ১১:৫০ | আপডেট: ২০ আগস্ট ২০১৮ ১২:০২

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার হওয়া আরও তিন শিক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (২০ আগস্ট) সকালে তারা জামিন পান।

এ নিয়ে গত দুইদিনে পাঁচ মামলায় জামিনে মুক্তি পেলেন ৪৫ জন।

ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম মঈনুদ্দিনের আদালত সোমবার তিন শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন।

ভাটারা থানার মামলায় জামিন পাওয়া দুইজন হলেন সাবের আহমেদ উল্লাস, আমিনুল ইসলাম বায়েজিদ। অন্যদিকে আরেক মামলায় জামিন পেয়েছেন রিসাতউল্লাহ ফেরদৌস।

আইনজীবী জামাল হোসেন ও আইনজীবী আমিনুল ইসলাম আসামিদের পক্ষে সোমবার জামিন আবেদন করেন।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীরা গ্রেফতার হয়েছিলেন। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে একাধিকবার আবেদন করেও ওই শিক্ষার্থীদের জামিন মেলেনি।

ঈদুল আজহা ঘনিয়ে আসায় গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের পরিবারগুলোতে নেমে আসে শঙ্কা— ঈদের দিনটি বুঝি সন্তানকে ছাড়াই কাটাতে হয়! অবশেষে ৪৫ শিক্ষার্থীর পরিবারের সেই শঙ্কার মেঘ কেটেছে,  মিলেছে তাদের জামিন।

এর আগে রোববার (১৯ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ৪২ শিক্ষার্থীকে জামিন দেন। এতে প্রায় দুই সপ্তাহ পর পরিবারের কাছে ফিরেছে শিক্ষার্থীরা।

সারাবাংলা/এআই/জেএএম/একে

আন্দোলন ছাত্র আন্দোলন নিরাপদ সড়ক চাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর